Photos from Textile Engineers Club -TEC’s post

অনির্দিষ্টকালের জন্য পিটেক ক্যাম্পাস সাটডাউন

বুটেক্স অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দীর্ঘদিন ধরে বহাল রাখা কিছু অযৌক্তিক কার্যক্রমের বিরুদ্ধে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে তাঁদের দাবি প্রশাসনের কাছে তুলে ধরে।

তাঁদের দাবি সমূহ—
১. ষোলো ও সতেরো ব্যাচের ইয়ারড্রপ ফেইলকৃত বিষয়ের নাম ও গ্রেড অফিসিয়ালভাবে জানানো হবে।

২. ইয়ারড্রপের কারণ বিস্তারিত জানাতে হবে।

৩. সেমিস্টারের রেজাল্ট সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে।

৪. লেভেল-২, টার্ম-২ এর রেজাল্ট গ্রেডশীটসহ পুনরায় প্রকাশ করতে হবে।

৫. প্রতিটি সেমিস্টার ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

৬. সাপ্লিমেন্টারি ব্যবস্থা চালু করে ফি স্বল্প রাখতে হবে।

৭. সংশোধিত বা নতুন নিয়মাবলি দ্রুত শিক্ষার্থীদের জানানো হবে।

৮. শিক্ষক সংকট দূর করে মানসম্পন্ন শিক্ষক দিয়ে ক্লাস নিতে হবে।

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বুটেক্স এবং বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত হওয়ায়। প্রশাসন থেকে তাদেরকে আশ্বস্ত করতে ব্যর্থ হয়।
ফলশ্রুতিতে উক্ত ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বর্জন করে।

শিক্ষার্থীরা যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার, বুটেক্স এবং বস্ত্র অধিদপ্তরের অবহেলা, অত্যাচার থেকে মুক্তি পেতে চাই, তাঁরা রাজপথে নেমেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পাশাপাশি বুটেক্স অধিভুক্ত সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সক্রিয় উপস্থিতিতে এই আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করেন শিক্ষার্থীরা।

খাদিজা খাতুন
ক্যাম্পাস অ্যাম্বাসেডর—TEC
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top