Photos from Textile Engineers Club -TEC’s post

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের নতুন বছরের উপহার | জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

নতুন বছর হোক নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা ও অগ্রযাত্রার প্রতীক। Textile Engineers Club (TEC) ✅ সবসময়ই শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় নতুন বছরের শুভেচ্ছা হিসেবে সকল জুনিয়র মেম্বারের মাঝে TEC–এর পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার ও উপহার সামগ্রী প্রদান করা হয়, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার।

এই সুন্দর উদ্যোগের মাধ্যমে Textile Engineers Club -TEC আমাদের মাঝে একতা, সৌহার্দ্য ও পেশাগত চেতনা আরও দৃঢ় করেছে। ক্লাবের এমন আয়োজন জুনিয়র মেম্বারদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

Textile Engineers Club–এর সম্মানিত দায়িত্বশীল সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

নতুন বছরে Textile Engineers Club–এর এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল।

Textile Engineers Club (TEC) Team
Jamalpur Textile Engineering College

© Md. Kaykobad Siam
Junior Member
Textile Engineers Club (TEC)

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top