সিটেক ক্যাম্পাসে টেকের নতুন বছরের উপহার বিতরণ

সিটেক ক্যাম্পাসে টেকের নতুন বছরের উপহার বিতরণ

নতুন বছর উপলক্ষে Textile Engineers Club (TEC) কর্তৃক প্রদানকৃত উপহার সামগ্রী অধ্যক্ষ মহোদয় ও কলেজের সকল সম্মানিত শিক্ষকবৃন্দের নিকট চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের TEC সদস্যরা সৌজন্য সাক্ষাতে পৌঁছে দেন।

উপহার প্রদানকালে অধ্যক্ষ মহোদয় Textile Engineers Club -TEC এর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং Textile Engineers Club -TEC এর কার্যক্রমের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব ভবিষ্যতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।

উক্ত উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সম্মানিত ত্বরিকুল ইসলাম স্যার ও সাঈদ মাহবুব আকন্দ স্যার উপস্থিত ছিলেন। স্যারদের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় আমরা এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এ জন্য স্যারদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মাহমুদুল হাসান তন্ময়
ক্যাম্পাস এম্বাসাডর, সিটেক

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top