টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের নতুন বছরের গিফট হ্যাম্পার বিতরণ শুরু হয়েছে।
➤ জুনিয়র মেম্বারদের গিফট নিজ নিজ ক্যাম্পাসের ক্যাম্পাস এম্বাস্যাডর থেকে সংগ্রহ করতে হবে। (আগামী সপ্তাহে)
➤ জেনারেল মেম্বার ও কোলাবোরেট মেম্বারদের গিফট আমরা কয়েকটি জোনে সেন্টার স্থাপন করছি, সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হবে। তাই জেনারেল মেম্বার ও কোলাবোরেট মেম্বারদের অনুরোধ করা হচ্ছে এই ফর্মটি পূরণ করতে: https://forms.gle/aGbLveLeXf4g8cy78
➤ যারা ঢাকা অফিস থেকে সংগ্রহ করতে চান তারাও ফর্মটি পূরণ করুন। এরিয়ার ক্ষেত্রে ঢাকা সেন্টার (উত্তরা) সিলেক্ট করবেন।
➤ ফর্মের নির্ধারিত ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলির বাইরে যারা আছেন, তাদেরকে অফিস থেকে সংগ্রহ করতে হবে।
➤ যারা ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে মেম্বার হতেছেন, তাদের জন্য গিফট প্রযোজ্য।
সবাইকে ধন্যবাদ।

(Feed generated with FetchRSS)




