চট্টগ্রামে প্রথমবারের মতো ‘চট্টগ্রাম মার্চেন্ডাইজিং লিডারশীপ সামিট ২০২৫’ || পার্টনার হিসেবে থাকছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব
গত ১০ অক্টোবর, ২০২৫ ঢাকার আগারগাঁওে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘মার্চেন্ডাইজিং লিডারশীপ সামিট ২০২৫’। তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন।
বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টরে পেশাদার দক্ষতা এবং নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এমবিএবিডি) এবং প্রফেশনাল ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট (পিএমআই)- এর যৌথ উদ্যোগে আগামী ১৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে খুলশীস্হ বিজিএমইএ ভবনের অডিটোরিয়ামে আয়োজিত হবে এই সম্মেলন।
সম্মেলনে উপস্হিত থাকবেন বিজিএমইএ পরিচালক কাজী মিজানুর রহমান, বিজিএমইএ পরিচালক এনামুল আজিজ চৌধুরী, ক্লিফটন গ্রুপের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, বিকেএমইএ পরিচালক মোহাম্মদ শামসুল আজমসহ দেশের প্রখ্যাত শিল্পনেতারা। অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে আরও উপস্থিত থাকবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি জনাব মো: জুলফিকার আলী সিমন।
এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো দেশের পোশাক শিল্পের নেতৃত্বদানকারী মার্চেন্ডাইজার, শিল্পনেতা, কারখানা নির্বাহী এবং উদীয়মান পেশাজীবিদের একই মঞ্চে যুক্ত করা। সম্মেলনে অংশগ্রহণকারীরা শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা, দক্ষতা বিকাশের দিকনির্দেশনা, বর্তমান চ্যালেঞ্জ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক কৌশল নিয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি নেটওয়ার্কিং সেশন ও অভিজ্ঞতা শেয়ারিংয়ের মাধ্যমে নতুন সম্পর্ক, সহযোগিতা এবং পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে আয়োজকদের প্রত্যাশা।
অনুষ্ঠানটি দুপুর ২টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নিবন্ধন অনলাইন ফর্মের মাধ্যমে সম্পন্ন করা যাবে। (নিবন্ধন লিংক কমেন্টে)

(Feed generated with FetchRSS)




