আর মাত্র এক দিন

আর মাত্র এক দিন
প্রতিযোগিতায় অংশ নিন
.
.
.
টেক এনিভার্সারি কম্পিটিশন ২০২৫

আগামী ০১ মে ২০২৫ আমাদের প্রাণপ্রিয় সংগঠন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকীতে টেক নিয়ে আমরা শুনতে চাই আপনাদের মূল্যায়ন। তাই শুরু হতে যাচ্ছে টেক এনিভার্সারি কম্পিটিশন ২০২৫।

✌️কি থাকছে এই কম্পিটিশনে?
– এক কথায় বলতে গেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব নিয়ে আপনার মূল্যায়ন।

✌️প্রতিযোগিতার কনটেন্টে কি কি থাকবে?
– টেক নিয়ে আপনার অনুভূতি, অভিজ্ঞতা, মূল্যায়ন ও মতামত দিতে পারেন। ভাষা হবে বাংলা। আপনার কনটেন্ট হতে পারে ক্লাবের যে কোনো কার্যক্রম বা ইভেন্ট নিয়ে, অথবা হতে পারে সার্বিক ক্লাব সম্পর্কে। লেখা বা ভিডিও দিতে পারেন। সাথে ছবিও থাকতে পারে।

✌️কিভাবে অংশগ্রহণ নেব প্রতিযোগিতায়?
– আপনার কনটেন্ট পোস্ট করতে হবে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে: Textile Engineers Club (TEC)✅ । পোস্টের শেষে আপনার নাম এবং দুটি হ্যাশট্যাগ #TEC_Anniversary ও #TAC25 অবশ্যই উল্লেখ করতে হবে।

✅ আবারো বলছি, নাম এবং হ্যাসট্যাগ উল্লেখ না করলে আপনার কনটেন্ট প্রতিযোগিতা থেকে বাদ যাবে।

✌️প্রতিযোগিতার সময় কতদিন?
– ০৭ মে ২০২৫ রাত ১১:৫৯ টা পর্যন্ত পোস্ট করার সময় থাকবে।

✌️ফলাফল নির্ধারণ পদ্ধতি কি হবে?
– বিচারক প্যানেল কনটেন্টের প্রাসঙ্গিকতা, মৌলিকত্ব, সৃজনশীলতা, ভাষাজ্ঞান ইত্যাদির উপর ভিত্তি করে ৮৫ তে মার্কিং করবেন। পোস্টের মোট পজিটিভ রিয়েক্ট ও কমেন্টের জন্য বাকি ১৫ মার্ক থাকবে।

✌️বিজয়ীদের জন্য কি থাকবে?
– বিজয়ী ০৩ জন পাবে রংতানের পক্ষ থেকে আকর্ষনীয় গিফট হ্যাম্পার।

#TEC_06_Anniversary
#TAC25

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top