সরকারি টেক্সটাইল কলেজে চলমান আন্দোলন প্রসঙ্গে
বাংলাদেশের সবগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর শিক্ষার্থীরা যেভাবে কন্সট্রাক্টিভ ওয়েতে তাদের অধিকার আদায় এর আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটা বিরল এবং উদাহরণ। দেশের সম্পদ এবং সাধারণ মানুষের ক্ষতি না করে কিভাবে ন্যায্য দাবি আদায় এর আন্দোলন করতে হয় সেটা তারা দেখিয়ে দিয়েছে এই কয়েকদিনে।
সরকার এর উচিত শিক্ষার্থীদের এরকম সু-শিক্ষাকে মূল্যায়ন করা৷ টেক্সটাইল সেক্টর এর কারিগর এসব ভবিষ্যৎ ইঞ্জিয়ারদের ন্যায্য অধিকার অতিদ্রুত পূরন করা।
শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা বা সচিবালয়ে গিয়ে এসব শিক্ষার্থীরা ভ্যান্ডালিজম করে নাই বা ইন্টেরিম গভ: ক্ষমতায় আসার পর পরই আন্দোলন নিয়ে মাঠে নামে নাই কারন তারা সরকারকে যথেষ্ট গুছিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছে অন্যদের মত সাথে সাথে সরকারকে বিপাকে ফেলানোর চেষ্টা করে নাই৷
Chief Adviser GOB
বস্ত্র অধিদপ্তর,
সরকারকে বলতে চাই, শিক্ষার্থীদের এরকম সুশৃঙ্খল ও কন্সট্রাক্টিভ আচরন দেখানোর জন্য যদি আপনারা তাদের দূর্বল ভাবেন তাহলে ভুল ভাবছেন। টেক্সটাইল সেক্টর এর সাথে বাংলাদেশে ৫ কোটি মানুষ জড়িত ভুলে যাবেন না। তারা সবাই তাদের গার্ডিয়ান। বাংলাদেশের অর্থনীতির পিলার এই সেক্টর সুতরাং এই সেক্টর নিয়ে অবহেলা বা খেলা করবেন না। অন্যান্য দেশের সাথে কম্পিটশন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অতিদ্রুত উচ্চমানের ও গবেষণামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলুন। ধীরে ধীরে সবগুলো বিএসসি সরকারি কলেজগুলোকে পূর্নমানের বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করুন।
কার্টেসি– M Kamrul Hasan Selim
সাংগঠনিক সম্পাদক
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব
(Feed generated with FetchRSS)




