শোকবার্তা || জয় দেবনাথের অকাল মৃত্যু
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী-এর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী জয় দেবনাথের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনাবশত পানি ভেবে কেমিক্যালযুক্ত পানি খেয়ে ফেলেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। তাঁর এই অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, বন্ধু ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে আন্তরিক সমবেদনা।

(Feed generated with FetchRSS)




