শার্টের পিছনের এমন লুপ বা ডিজাইন আশাকরি আমরা সবাই দেখেছি।
তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই লুপটার কাজ কি? নাকি আমার মতো ভেবেছেন যে ঐটা শুধুমাত্র একটা ডিজাইনের অংশ।
আমিও এতদিন তাই ভেবেছিলাম, ওটা বুঝি শুধুই একটা ডিজাইনের অংশ। কিন্তু আসলে এর পিছনে আছে ছোট্ট এক ইতিহাস!
এই ছোট্ট লুপটার নাম ‘Locker Loop’। ১৯৬০-এর দশকে আমেরিকার কলেজ স্টুডেন্টরা তাদের শার্ট দেয়ালে বা লকারে শুধুমাত্র একটা পেরেকর সাহায্য ঝুলিয়ে রাখার সুবিধার জন্য এই লুপ ব্যবহার করত। যেনো শার্ট অগোছালো বা কুঁচকে না যায়। তবে বর্তমান এটা শুধুমাত্র ডিজাইন হিসেবেই প্রচলিত আছে।
আরেকটা মজার বিষয় হলো—যদি কোনো ছেলে কাউকে পছন্দ করতো, সে নাকি নিজের লুপটা কেটে ফেলতো, মানে সে এখন “taken”! আর কেউ সেই ছেলেকে পছন্দ করলে মেয়েটা নাকি ছেলেটার লুপ ছিঁড়ে ফেলতো!
বর্তমানে এইটা আর প্রচলিত নেই, কিন্তু দারুণ না? ছোট্ট একটা জিনিসের পিছনের চমৎকার একটা গল্প!
এস.এম. তাফসিরুল হাসান নাহিদ
টেক অ্যাম্বাসেডর || রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর।

(Feed generated with FetchRSS)




