বিজ্ঞপ্তিঃ ২০২৫-২৬ সালের মিডিয়া এক্সিকিউটিভ মনোনয়ন
স্মারক নংঃ টেমি/২০২৫/বি/০১৩
তারিখঃ ২৪/০৯/২০২৫
———
এই মর্মে জানানো যাচ্ছে যে, টেক মিডিয়ার সোশ্যাল মিডিয়া উইং-এর ‘মিডিয়া এক্সিকিউটিভ’ হিসেবে ২০২৫-২০২৬ সালে নিম্নোক্তদের মনোনীত করা হয়েছে।
মিডিয়া এক্সিকিউটিভ-বৃন্দ: (তালিকা জেষ্ঠ্যতার ভিত্তিতে নয়)
◑ খাদিজা খাতুন, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
◑ রিসপাত হোসেন রিজভী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
◑ আয়মান তাহমীদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
◑ মো: ফাহিম হাসান তানভীর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
◑ কাউসার মাহবুব রাতুল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
◑ শাহাদাত হোসেন সাইফ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
◑ মোঃ জুয়েল হোসেন, গ্রিন ইউনিভার্সিটি
◑ মোঃ ফারুক হাসান, ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
◑ মোঃ কাউসার আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
◑ মো: সাকিব হাসান, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
◑ দেলোয়ার হোসেন সাঈদি, জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
◑ রুম্মান ফাতিমা নূর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
◑ আকিবুর রশিদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
◑ রুদ্র আহমেদ মাসুম, গ্রিন ইউনিভার্সিটি
◑ দীপন সাহা, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
◑ জিহাদ হাসান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
◑ মাহমুদুর রহমান ইশহাক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
◑ মিশকাতুল জান্নাত, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
◑ গার্গি মন্ডল, ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
◑ মোঃ জুয়েল শেখ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
উক্ত টিমের কার্যকাল হবে অদ্য হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। কর্তৃপক্ষ যেকোনো সময় উক্ত টিম পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার সংরক্ষন করে।
মনোনীতদের মিডিয়া এক্সিকিউটিভদের অভিনন্দন এবং শুভকামনা ❤️❤️
#tec_notice

(Feed generated with FetchRSS)




