প্রধান উপদেষ্টাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের খোলা চিঠি:

প্রধান উপদেষ্টাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের খোলা চিঠি:

জনাব প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস
Chief Adviser GOB

এক বছর আগে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। দেশের আপামর ছাত্র-জনতা অনেক আশায় বুক বেঁধে আপনাকে ক্ষমতায় বসায়।

আমাদের অনেক স্বপ্ন ছিল, আপনার যে কারিশমেটিক গুন আছে তা কাজে লাগিয়ে অতি দ্রুত বাংলাদেশি স্থিতিশীলতা নিয়ে আসবেন। জুলাইয়ের দগদগে ক্ষত মুছে দিবেন পরম মমতায়। কিন্তু আমরা গত এক বছর শুধু হতাশাই পেয়েছি।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। এই যে গতকাল সম্ভাবনাময় বস্ত্র প্রকৌশলী আলি সিফাত রহমত হত্যাকাণ্ড সংঘটিত হলো, এর দ্বারাই প্রমাণ হয় দেশে আইনের শাসন বলতে কিছু নেই। একটা তরুন ছেলেকে দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করে পিশাচেরা তার দেহ ঝুলিয়ে রেখেছে ছাদে, অথচ এখন পর্যন্ত তার তদন্তের এমন কোন অগ্রগতি আমরা দেখিনি।

যদি নিরাপত্তাই না থাকে, তাহলে ফ্যাসিস্ট সরকারের সাথে আপনার পার্থক্য কি? আমরা এখনো আশা করি, সম্ভাবনাময় বস্ত্র প্রকৌশলী আলি সিফাতের মৃত্যুর যথাযথ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করা হবে। দেশের সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দাবি এটা।

আমরা কোন আশ্বাস শুনতে চাই না। দ্রুত কার্যকর পদক্ষেপ চাই। নইলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব-সহ দেশের টেক্সটাইল বিষয়ক সকল পেশাজীবী ও সংগঠন সমন্বিতভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

” আমাদের দাবি একটাই
সিফাত হত্যার বিচার চাই “

ইতি
Textile Engineers Club -TEC

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top