টেক ক্যাম্পাস লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

টেক ক্যাম্পাস লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৫
আয়োজক: টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব

☞সভাপতিত্ব ও পরিচালনা:-
সভাপতি: টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জুলফিকার আলী সিমন
পরিচালনা: ক্যাম্পাস কো-অর্ডিনেটর লিডার জনাব নাঈম ইবনে আমীন

➤আলোচ্যসূচি:-
সভায় মূলত নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়ঃ
1. অতীত কার্যক্রমের মূল্যায়ন
2. চলমান উদ্যোগের অগ্রগতি ও চ্যালেঞ্জ
3. অ্যাম্বাসেডর টিমের সদস্যদের কাজ ও পারফরম্যান্সের পর্যালোচনা
4. অফলাইন ও অনলাইন মিটিংয়ের কার্যকারিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা
5. আসন্ন সেমিনার আয়োজনের প্রস্তুতি ও সমন্বয়
6. ভবিষ্যতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা

সভা শেষে সভাপতি জনাব জুলফিকার আলী সিমন সকল অ্যাম্বাসেডর লিডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রভাবশালী করার আহ্বান জানান।

#TEC
#TEC_Campus
#TEC_Meeting

(Feed generated with FetchRSS)

Read More

Scroll to Top